বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গাছ গ্রুপের উদ্যোগে প্রথম বর্ধমানে অনুষ্ঠিত হল ‘গাছ মেলা’। ২১ থেকে ২৩ জানুয়ারি ৩ দিনের এই গাছ মেলার শুরু থেকে শেষ সবটাই গাছ নিয়ে আলোচনা এবং গাছের প্রদর্শন। গোটা রাজ্যের বুকে গাছ মাস্টার বলে পরিচিত শিক্ষক অরূপ চৌধুরি জানিয়েছেন, গাছই আমাদের জীবন। গাছ ছাড়া এই সমাজ জীবন বাঁচতে পারবে না। সেটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরে আরও মানুষকে সচেতন করাই এই মেলার উদ্দেশ্য। তিনি জানিয়েছেন, এই মেলায় প্রায় ৮০০ রকমের বিভিন্ন ধরনের ফুল, ভেষজ ও বিরল গাছকে প্রদর্শনীতে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এই তিনদিন ধরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। যেখানে বিষয়বস্তু রাখা হয়েছে গাছকেন্দ্রিক।