গলসি (পূর্ব বর্ধমান) :- সাংবাদিকের কাজ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গুজরাটের এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্র সিং আর রাও। গুজরাটের সুরাট জেলার চকবাজার থানার ভারিয়ালি বাজার এলাকায় তার বাড়ি। ধৃতের কাছ থেকে দিল্লির একটি সংবাদ পত্রের পরিচয় পত্র পেয়েছে পুলিশ। সেটি জাল বলে পুলিসের অনুমান। টাকার বিনিময়ে সাংবাদিকের জাল পরিচয় পত্র বিলিতে সে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন একাজে জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জিনী কাশ্যপ।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক ধরে নিজেকে দিল্লির একটি বড় কাগজের রিপোর্টার পরিচয় দিয়ে গলসির বিভিন্ন এলাকায় ঘুরছিল ইন্দ্র। বেকার ছেলে-মেয়েদের দেড় হাজার টাকার বিনিময়ে দিল্লির ভ্রষ্টাচার বিরোধী মঞ্চ কাগজে সাংবাদিকের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে। সাংবাদিকের কাজের জন্য প্রার্থী এনে দিতে পারলে এজেন্টকে ৪০০ টাকা করে দেওয়া হবে বলে জানায় সে। শনিবার দুপুরে সে গলসি থানার তিরিঙ্গা এলাকায় যায়। তার কথা-বার্তায় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয় সে। পাশাপাশি দিল্লি ক্রাইমের একটি পরিচয় পত্রও দেখায় সে। কাগজটির কলকাতায় কোনও অফিস আছে কি না তা তার কাছে জানতে চায় পুলিশ। এমনকি পূর্ব বর্ধমান জেলায় কাগজটির কোনও অফিস অথবা সাংবাদিক আছে কি না তাও তার কাছে জানতে চায় পুলিশ। কিন্তু, এসম্পর্কে কোনও তথ্যই পুলিশকে সে দিতে পারেনি। তার কথা-বার্তা শুনে সে প্রতারণায় জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার বিষয়ে গলসি থানার ভেঁপুর গ্রামের যুবক অমর কুণ্ডু এদিন সকালে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।