E Purba Bardhaman

বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে অপমান করার অভিযোগ গলসীর বিডিওর বিরুদ্ধে

Galsi's BDO has been accused of insulting BJP's Panchayat Samiti member

গলসী (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন জমা দিতে গিয়ে বিডিও অপমানিত করেছেন গলসী ২ পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী তথা বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সবিতা পালকে -এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার গলসী ২-এর বিডিও সঞ্জীব সেনের বিরুদ্ধে এব্যাপারে জেলাশাসক, মহকুমা শাসক সহ গলসী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সবিতা পাল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। সোমবার বর্ধমানে সবিতা পাল জানিয়েছেন, গত ৯ জানুয়ারী তিনি তাঁর নির্বাচিত এলাকার দুই গরীব ও দুঃস্থ মহিলাকে নিয়ে তিনি বিডিও অফিসে যান আবাস যোজনার আবেদনপত্র জমা দিতে। কিন্তু বিডিও সেই ফর্ম জমা নেননি। সবিতাদেবী অভিযোগ করেছেন, এই সময় বিডিও সঞ্জীব সেন তাঁকে নিয়ে রীতিমত ঠাট্টা তামাশা করতে থাকেন। এমনকি ওই দুই মহিলার সামনেই তিনি তাঁকে (সবিতাদেবীকে) উদ্দেশ্য করেই ওই মহিলাদের জানান, সবিতাদেবী আপনাদের ১ লক্ষ টাকা দেবেন ঘর করার জন্য। আর ঘর হয়ে গেলে ওই মহিলারা তাঁকে মিষ্টি ও কাপড় দিয়ে আসবেন। সবিতাদেবী জানিয়েছেন, তিনি বিডিও-র এই বক্তব্যে তীব্র আপত্তি জানান। কেন তাঁকে এরকম কথা বলা হল তা নিয়ে তিনি চরমভাবে অপমানিত হয়েছেন। সবিতাদেবী জানিয়েছেন, এই ঘটনায় তিনি ওই বিডিওর বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে সুবিচার চাইতে অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গলসী ২ ব্লকের সমস্ত তালিকাই কেন্দ্রীয় সরকারের সার্ভার থেকে মুছে গেছে বলে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি গলসী ২ ব্লক অফিসে এব্যাপারে বিক্ষোভও দেখান বিজেপি সমর্থকরা। সবিতাদেবী জানিয়েছেন, চলতি জানুয়ারী মাসের ৬ তারিখ পর্যন্ত নতুন করে আবাস যোজনার জন্য আবেদন ফর্ম জমা নিয়েছেন বিডিও। তাই তিনিও তাঁর এলাকার দুঃস্থ দুই মহিলার আবেদন পত্র জমা দিতে গেছিলেন। কিন্তু বিডিওর ব্যবহারে তিনি রীতিমত অপমানিত হয়েছেন। এব্যাপারে এদিন বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন, তিনি একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগের সারবত্তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version