বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লটারির আড়ালে জুয়া চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম রবি মণ্ডল, শম্ভু দত্ত ও অশোক দে। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় রবির বাড়ি। শহরেরই পারবীরহাটায় অশোকের বাড়ি। খণ্ডঘোষ থানার কুলে গ্রামে শম্ভুর বাড়ি। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে শম্ভু ও অশোককে ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। পুলিশি হেপাজতের বিরোধিতা করে জামিন চান ধৃতদের আইনজীবী। সরকারি আইনজীবী আফসারউদ্দিন সরকার পুলিশি হেপাজতের পক্ষে সওয়াল করেন। সওয়াল শুনে ২ জনকে দু’দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। রবিকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে শহরের বীরহাটা এলাকায় কয়েকটি দোকানে লটারির আড়ালে জুয়ার ব্যাবসা চলছিল। খবর পেয়ে জেলা দুর্নীতিদমন শাখার একটি টিম ৩টি দোকানে হানা দেয়। দোকান থেকে বেশকিছু ভাউচার, টোকেন ও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত হয়। দোকানগুলি থেকে ১১ হাজার ২৩৩ টাকা উদ্ধার হয়েছে। পরে দুর্নীতিদমন শাখার ইনসপেক্টর অতনু বন্দ্যোপাধ্যায় ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।