দেশ জুড়ে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত হলেও বর্ধমান পৌরসভায় অবহেলায় পড়ে রইল বাপুর মূর্তি
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যখন যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল জেলার বিভিন্ন প্রান্তে। সেই সময় খোদ বর্ধমান পৌরসভায় অবহেলায় পড়ে রইল বাপুর পূর্ণাবয়ব মূর্তি। পড়ল না সেখানে কোনো মালা। জানানো হল না কোনো শ্রদ্ধাও। যা নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর হয়েছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। উল্লেখ্য, এদিন বর্ধমান সার্কিট হাউসে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত হয় মর্যাদার সঙ্গে। সার্কিট হাউসে এদিন আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শুভলক্ষ্মী বসু, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও। এদিন এই প্রার্থনা সভায় বড়শুলের কলানবগ্রামের আচার্য প্রমথনাথ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চরকায় সূতো কাটে। অনুষ্ঠিত হয় রামধুন সঙ্গীত। অন্যদিকে, রাজ্যজুড়ে যখন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হল, সেই জায়গায় বর্ধমান শহরে অবহেলিত জাতিরজনক। বর্ধমান পৌরসভায় থাকা মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে এদিন পড়ল না কোন ফুল, মালা। পৌরসভায় সকাল থেকে দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম চললেও, মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানানোর প্রয়োজন মনে করলেন না চেয়ারম্যান থেকে আধিকারিকরা। অন্যদিকে, এরই পাশাপাশি পৌরসভার থেকে ঢিল ছোড়া দূরত্বে রুবি মার্কেট এলাকায় থাকা জাতির জনকের অপর আবক্ষ মূর্তিতেও পরল না ফুল, মালা। তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে শহরে থাকা গান্ধী মূর্তিগুলিতে দেওয়া হয় ফুল, মালা। কিন্তু তাঁর মৃত্যু বাষিকীতেই গান্ধীজীর কথা মনে পড়ল না কারও। মৃত্যু বার্ষিকীতে পৌরসভার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ে মহাত্মা গান্ধীর গলায় মালা না পরায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের রাজনৈতিক মহলে। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস বর্তমানে গান্ধী মূর্তিকে সম্মান জানাতে ভুলেছে, কিন্তু টাকার গান্ধীকে ভোলেনি। ক্ষমতার দম্ভে ভুলতে বসেছে জাতির জনককে। বিজেপি মুখপাত্র ডা. শান্তনু দে বলেন, তৃণমূল কাটমানি ও তোলাবাজি ছাড়া কিছু বোঝে না। তাদের শিক্ষা সংস্কৃতিতে সম্মান দেওয়াটা নেই বলে মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী রাজ্যজুড়ে পালিত হলেও বর্ধমানে হয় না। পৌরসভার মতো জায়গায় অবহেলিত গান্ধী। তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু বলেন, তৃণমূল কংগ্রেস জাতিরজনক মহাত্মা গান্ধীকে সম্মান জানায়, কিন্তু কোনও প্রশাসনিক কার্যালয়ে গান্ধী মূর্তিতে মালা না দেওয়ার দায় তৃণমূলের নয়। এই দায় প্রশাসনিক আধিকারিকদের। এব্যাপারে বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার দাবি করেন, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে অবশ্যই মূর্তিতে মাল্যদান করার ব্যবস্থা করেছে আধিকারিকরা। কিন্তু বিকাল ৪টা বেজে গেলেও মূর্তিতে মাল্যদানের ছবি ধরা পরেনি ক্যামেরায়।