বর্ধমান (পূর্ব বর্ধমান) :- খেলাধুলোর উন্নতিতে স্পোর্টস ভিলেজ গড়তে চায় মোহনবাগান। স্পোর্টস ভিলেজে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলার ব্যবস্থা থাকবে। সেখানে খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যা সেন্টার অব এক্সেলেন্স হবে। স্পোর্টস ভিলেজ গড়ার জন্য জমি দেখার কাজ চলছে। রবিবার বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকায় একটি ফুটবল প্রশিক্ষণ শিবিরের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানান মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। তিনি ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো ও প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায়। সবুজ তোতাকে দেখতে এদিন প্রচুর মোহন–সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। ব্যারেটোর নামে জয়ধ্বনি দিয়ে তাঁরা স্বাগত জানান। সমর্থকদের উল্লাস দেখে আপ্লুত ব্যারেটো। তাঁকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস দেখে ব্যারেটো বলেন, আমাকে দেখে মানুষ খুশি হন, এটা আমার খুব ভালো লাগে। এখানকার মানুষের ফুটবলপ্রেম আমি উপলব্ধি করতে পারি।
উল্লেখ্য, এদিন দেবাশিস, ব্যারেটোরা তালিতে সাইয়ের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন। সেখানকার পরিকাঠামো ও মাঠ ঘুরে দেখার পর দেবাশিস বলেন, ভিলেজের জন্য সাই কমপ্লেক্সে গিয়েছিলাম। আমি দেখলাম মানেই তা চূড়ান্ত নয়। অন্যান্যদেরও সিদ্ধান্তের বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সাই কর্তৃপক্ষেরও সিদ্ধান্তের বিষয় রয়েছে। এখানে সাই–তো মৃতপ্রায় নয়, মৃত। এখানে ভিলেজ গড়তে গেলে খরচও অনেক।