জামালপুর (পূর্ব বর্ধমান) :- জেলার সরকারি বইমেলা। কিন্তু সেই বইমেলাতেই গড় হাজির বইমেলা কমিটির সভাপতি জেলাশাসক থেকে প্রশাসনের আধিকারিকরা। আর তাতেই বেজায় রুষ্ট হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। বৃহস্পতিবার থেকে বর্ধমানের জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের মাঠে শুরু হল সপ্তম পূর্ব বর্ধমান জেলা বইমেলা ২০২৩-২০২৪। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং লোকাল লাইব্রেরি অথরিটির পরিচালনায় এই বইমেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত। বই বিকিকিনির পাশাপাশি থাকছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বইমেলার উদ্বোধন করতে এসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, জামালপুরে জেলা পর্যায়ের বইমেলা। আমাদের দপ্তর চেষ্টা করছে জেলা শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বইমেলাকে ছড়িয়ে দিতে। যাতে বইমেলা প্রসঙ্গে ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ীরা অনুভব করতে পারে যে বইমেলার একটা তাৎপর্য প্রত্যেকটি বাড়ির বিবেক সম্পন্ন মানুষের সাথে। সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সরকারি বইমেলা। এখানে ডি এম, এ ডি এম, এস ডি ও নেই। এটা আমার খুব খারাপ লাগছে, তাই বলছি। কারণ এই বইমেলার গুরুত্ব, প্রয়োজন, তাৎপর্য রয়েছে। বইমেলা কমিটির জেলার সভাপতি জেলাশাসক। এই মেলার গুণগত মানকে আরও উন্নত করতে হবে, এই কারণে তাঁদের উপস্থিতি প্রয়োজন।