E Purba Bardhaman

ট্রেনে চুরি যাওয়া গহনা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল জিআরপি

GRP recovered the jewelery stolen from the train within 24 hours

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশনের প্লাটফর্ম থেকে মহিলার গয়নার বাক্স চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃতের নাম সঞ্জয় রায়। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার মতিবাজার এলাকায় তার বাড়ি। সোমবার ভোররাতে বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে আসানসোলের দিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত গয়না চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেখানো জায়গা থেকে গয়না সহ বাক্সটি উদ্ধার হয়েছে বলে দাবি জিআরপির। উদ্ধার হওয়া গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১২ মার্চ ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। শনাক্তকরণের জন্য ধৃতের টিআই প্যারেডের আবেদন জানায় জিআরপি। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম। চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বর্ধমান সংশোধনাগারে ধৃতের টিআই প্যারেড করানো হবে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পানাগড় বাজার স্টেশন রোডের মৈত্রেয়ী দে তাঁর মেয়েকে নিয়ে পানাগড় স্টেশন থেকে বর্ধমানে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। তাঁর কাছে একটি চামড়ার ব্যাগের মধ্যে প্লাস্টিকের প্যাকেটে প্রায় ৬ ভরি সোনার গয়না ছিল। ট্রেনটি ১১টা ২০ নাগাদ বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এসে থামে। ট্রেনে ও প্লাটফর্মে প্রচুর ভিড় ছিল। ট্রেন থেকে নামার কিছুক্ষণ পর মৈত্রেয়ী লক্ষ্য করেন, তাঁর ব্যাগটি গায়েব হয়ে গিয়েছে। তার আগে পিছন থেকে এক যুবক ও তার কয়েকজন সঙ্গী তাঁকে বারবার ধাক্কা দিচ্ছিল। সে-ই চুরিতে জড়িত বলে তাঁর অনুমান। ঘটনার দিনই তিনি জিআরপিতে অভিযোগ দায়ের করেন

Exit mobile version