বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার বর্ধমানের পুজো কার্নিভালে এলেন হিন্দি চলচ্চিত্র অভিনেতা গুলশন গ্রোভার এবং অভিনেত্রী মহিমা চৌধুরি। বর্ধমানের এই ধরনের কার্নিভাল দেখে রীতিমতো উচ্ছ্বসিত দুই খলনায়ক ও নায়িকা। এবছর এই পুজো কার্নিভালে মোট ২৮টি পুজো কমিটি অংশ নিয়েছে। এদিন বর্ধমান কার্জন গেটের সামনে মূল কার্নিভাল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েষা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, পুর কাউন্সিলার-সহ জনপ্রতিনিধিরাও। এদিন মহিমা চৌধুরি জানিয়েছেন, রাজ্যে এই ধরনের কার্নিভালের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এই পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের ৩ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কার্নিভালের থিম সম্পর্কে পুজো উদ্যোক্তারা তাঁদের পারফরমেন্স তুলে ধরেন। এদিন বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে এই কার্নিভালের উদ্বোধন করেন গুলশন গ্রোভার এবং মহিমা চৌধুরি। বড়নীলপুর মোড় থেকে স্টেশন পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।