E Purba Bardhaman

বর্ধমান পৌরসভার উদ্যোগে চালু হল হল্লা গাড়ি

Halla car was launched under the initiative of Burdwan Municipality

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের অন্যান্য শহরের মত এবার বর্ধমান শহরেও বর্ধমান পৌরসভার উদ্যোগে চালু হল হল্লা গাড়ি। বুধবার এই হল্লা গাড়ির উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। এদিন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ আমরা একে একে গ্রহণ করছি। যাতে বর্ধমানের মানুষ সুন্দরভাবে বাস করতে পারেন। এই গাড়ি গোটা বর্ধমান শহরেই ঘুরবে। রাস্তার উপরে বসে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারেন, যানজট তৈরি না করেন সেগুলো দেখা হবে। সামগ্রী বাজেয়াপ্ত করা হলে সেগুলো দেখা যাক কী করা যায়। আপাতত শুরু করা হোক। কয়েকদিন আগেই ১১ খানা গাড়ি দিয়ে রাতের সার্ভিস চালু করা হয়েছে। রাতেও শহরের জঞ্জাল পরিষ্কার চলছে। অন্যদিকে, বর্ধমান পৌরসভার আধিকারিক তথা এসইউএইচের দায়িত্বপ্রাপ্ত অফিসার তাপস মাকড় জানিয়েছেন, অনেক শহরেই আছে এই হল্লা গাড়ি। বর্ধমানেও চালু করা হলো। যেখানে শহরের রাস্তা দখল করে ব্যবসা চলছে, বেআইনি পার্কিং চলছে সেখানেই এই গাড়ি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়ি ঘুরবে। মানুষকে সচেতন করাই আমাদের কাজ। বৃহত্তর মানুষের সুবিধা দেওয়ার জন্যই এই হল্লা গাড়ি। কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। সকাল থেকে রাত পর্যন্ত চলবে। বিসি রোড, বড় বাজার, তেলিপুকুর, জিটি রোড, তেঁতুলতলা বাজার বিভিন্ন এলাকায় গাড়িটা ঘুরবে। গাড়িতে সিভিক ভলানটিয়ার, পুরসভা, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন, তাঁরা মানুষকে বোঝাবেন।

Exit mobile version