E Purba Bardhaman

সমাজসচেতনতার বার্তা দিতে খানাকুল থেকে হেঁটে অযোধ্যায় রামমন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন প্রধান শিক্ষক

Headmaster started walking from Khanakul to Ram Mandir in Ayodhya to convey the message of social awareness.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজনীতি নয়, বরং রাজনীতির আঙিনাকেই তিনি বেছে নিয়েছেন সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। মানুষকে কিছুটা হলেও যদি সচেতন করা যায় সেই লক্ষ্যে পায়ে হেঁটে হুগলীর খানাকুল থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা রওনা দিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। বহুরুপী শিক্ষক গোলাপ সুন্দরী হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে। বাল্যবিবাহ বন্ধ, শিশু নির্যাতন বন্ধ, গাছ লাগান প্রাণ বাঁচান ও গাড়ি সাবধানে চালান জীবন বাঁচান -এই সমস্ত বার্তাকে সামনে রেখে একাই পায়ে হেঁটে খানাকুল থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা যাত্রা শুরু করেছেন প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশীষ বাবু খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক। তাঁর বাড়ি আরামবাগ থানার অন্তর্গত তিলকচক গ্রামে। তিনি জানিয়েছেন, সমাজ সচেতনতার লক্ষ্যে প্রায় ৯০০ কিলোমিটার দূরের গন্তব্যস্থলে পৌঁছাতে পায়ে হেঁটে খানাকুল থেকে গতকাল যাত্রা শুরু করেছেন তিনি। শনিবার দেবাশীষবাবু এসে পৌঁছান বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। এর আগেও তিনি বহুরূপী সেজে বিভিন্ন সমাজ সচেতনতা মূলক কাজ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন রয়েছে। সেখানে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হবে। তাই বেশি সংখ্যক মানুষের কাছে তার এই সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই তিনি অযোধ্যাকে বেছে নিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের দিনেই তিনি অযোধ্যায় পৌঁছাবেন।

Exit mobile version