মেমারী (পূর্ব বর্ধমান) :- কমিউনিটি সেন্টার বন্ধ করে দিয়ে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে এলাকার বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন মেমারী পৌরসভার পৌর-প্রধান স্বপন বিষয়ী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কার্যত বিক্ষোভের জেরে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন না করেই ফিরতে হয়েছে পুরপ্রধানকে। ঘটনাটি ঘটেছে মেমারী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের স্বস্তের পাড় এলাকায়। সোমবার এই এলাকাতেই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের জন্য তৈরি করা হয় ফ্লেক্স। যে ফ্লেক্সে লেখা “শুভ উদ্বোধন”। সোমবার যথারীতি এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনে যান মেমারী পৌরসভার পৌর-প্রধান স্বপন বিষয়ী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বিল্ডিংটি এলাকার কমিউনিটি সেন্টার হিসেবে স্থানীয়রা ব্যবহার করে আসছেন। যদিও সেই সময় এই বিল্ডিং একতলা ছিল। কয়েকদিন আগেই এই বিল্ডিংকে দোতলা করা হয়। তারপরই জানা যায় এই সম্পূর্ণ বিল্ডিংটিকে সুস্বাস্থ্য সেন্টার হিসাবে গড়ে তোলা হবে। বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা জানান, দোতলাটি সুস্বাস্থ্য সেন্টার হিসেবে ব্যবহার করলেও একতলা কমিউনিটি সেন্টার হিসাবেই রাখতে হবে। কিন্তু সেই দাবি না মানার জন্যই এদিন তাঁরা বিক্ষোভ দেখান। এব্যাপারে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার সুনীল মুর্মু। তিনি জানিয়েছেন, স্থানীয়রা একটা দাবি জানিয়েছেন। আমিও এই দাবির সঙ্গে সহমত পোষণ করি। আজ বিক্ষোভের জেরে উদ্বোধন না করেই পৌরপতিকে ফিরতে হয়েছে। আগামীদিনে এব্যাপারে বিস্তারিত আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।