বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কয়েন কেবল একটা কয়েন নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। আর এই ইতিহাসকে না জানলে একটা কয়েনের মূল্য বোঝা সম্ভব নয়। শনিবার বর্ধমানের জেলা ভূমি দপ্তরের সামনে সঙ্গম হলের সভাঘরে শুরু হয়েছে কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘হবি মেলা @ বর্ধমান’। এই মেলায় আসা হল্যাণ্ডের বিশিষ্ট গবেষক সৌরেশ বোস এদিন এই কথা বলেন। তিনি বলেন, পুরোনো এবং দুষ্প্রাপ্য সম্পদকে নিয়ে চিরদিনই নানা দুর্নীতি এবং অনৈতিক কাজকারবার চলে। আর তাতে প্রতারণার শিকার হন অনেকেই। এর থেকে বাঁচতে ইতিহাসকে জানতে যেমন হবে, তেমনি এই কয়েনের বিষয় সম্পর্কেও জ্ঞান অর্জন করা দরকার। এদিন তিনি বলেন, এব্যাপারে একেবারে স্কুল স্তর থেকে সচেতনতা গড়ে তোলা দরকার। পড়ুয়াদের মধ্যে এব্যাপারে সচেতনতা গড়ে তুলতে পারলে এই প্রতারণার ঘটনা কমবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে ধরে রাখার আগ্রহ সৃষ্টি হবে। উল্লেখ্য, এদিন এই সভাঘরে ২০ টি স্টল করা হয়েছে। যার মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন সময়কালের মোহর, কয়েন, নোট, স্ট্যাম্প, মেডেল, দলিল-সহ রয়েছে দুষ্প্রাপ্য বিভিন্ন নথি। রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর ব্যাচ, আজাদ হিন্দ সরকারের আমলের বিভিন্ন টাকা, নেতাজীর নিজের হাতে লেখা চিঠিও। রয়েছে খোদ বর্ধমান মহারাজের আমলের রুপোর মেডেল, কয়েনও। এদিন এই মেলার উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রবি সেবক, প্রশান্ত কুমার দাস, সাগর মুখার্জ্জী, বাবু গাঙ্গুলী, রাজসিং ভুতুরিয়া প্রমুখরাও। বর্ধমানে এই হবি মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি কলকাতাতে এই হবি মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রবি সেবক।