E Purba Bardhaman

বর্ধমানে ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে হবি মেলা

Hobby Mela will be held in Burdwan on January 13 and 14

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেশ জুড়ে দুষ্প্রাপ্য বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যাপক প্রতারণা চলছে। এজন্য সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি লোভ সংবরণ করতে হবে। বৃহস্পতিবার বর্ধমানে এসে একথা বললেন কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রবি সেবক। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি বর্ধমানের জেলা ভূমি দপ্তরের সামনে সঙ্গম হলের সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘হবি মেলা @ বর্ধমান’। মেলার উদ্বোধন করবেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশ সরকার। এছাড়াও এই মেলায় উপস্থিত থাকবেন হল্যাণ্ডের এক গবেষকও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন, সংগঠনের সদস্য রবি সেবক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার দাস, সাগর মুখার্জ্জী, বাবু গাঙ্গুলী, রাজসিং ভুতুরিয়া প্রমুখরাও। উল্লেখ্য, সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা-সহ পাশের জেলা বীরভূমেও ‘সোনার কয়েন’ নিয়ে একাধিক জালিয়াতির ঘটনা ঘটেছে। প্রায়শই মানুষ লোভের বশবর্তী হয়ে মানুষ এই নকল ‘সোনার কয়েন’ কিনে প্রতারণার ফাঁদে পড়েছেন। শুধু এটাই নয়, খোদ কলকাতার রাজপথেও এই ধরনের প্রতারণা চলছে বলে স্বীকার করে নিয়েই রবি সেবকরা জানিয়েছেন, তাঁরা এব্যাপারে চেষ্টা করছেন মানুষকে সচেতন করতে। কোনটি দুষ্প্রাপ্য, কোনটি নয়, সে ব্যাপারে মানুষকে সচেতন করতেই তাঁরা জেলায় জেলায় এই হবি মেলার আয়োজন শুরু করেছেন। এর আগে কলকাতায় প্রথম এই মেলা হয়েছে। বর্ধমানে দ্বিতীয় মেলা হতে চলেছে। এই মেলায় থাকছে বিভিন্ন সময়কালের কয়েন, নোট, স্ট্যাম্প, মেডেল, দলিল প্রভৃতি। রবি সেবক জানিয়েছেন, অনেকের কাছেই এই ধরনের দুষ্প্রাপ্য সম্পদ অবহেলায় পড়ে থাকে। তাঁরা সেগুলি সংগ্রহও করেন। আবার কেউ তাঁদের কাছ থেকেও এই ধরনের সংগ্রহ কিনতে পারেন। মূলত, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতেই তাঁরা এই ধরনের মেলা এবং সেখানে এই বিষয় সম্পর্কিত বিভিন্ন আলোচনার উদ্যোগ নিয়েছেন। থাকছে পড়ুয়াদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতাও। বর্ধমানের এই হবি মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার একটি নিউজ লেটার প্রকাশ করা হয়েছে। রবি সেবক জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের কলকাতায় এরকম একটি হবি মেলার আয়োজন করতে চলেছেন তাঁরা।

Exit mobile version