বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা দেশ রংয়ে রাংয়িয়ে গেলেও বর্ধমান শহর শতবর্ষের রাজ নির্দেশ আজো মেনে চলেছে। রাজা নেই, নেই রাজার হুকুম। কিন্তু প্রায় ১০০ বছরেরও আগে বর্ধমান মহারাজ বিজয়চাঁদ মহতাব যে নির্দেশ আর প্রথা চালু করেছিলেন তা আজো মেনে চলেছে বর্ধমান শহরবাসী। জানা যায়, রাজা বিজয়চাঁদ মহতাবের আমল তখন। আজকের মত এরকম প্রশাসনিক আলাদা আলাদা দপ্তরখানা ছিল না।