মেমারী (পূর্ব বর্ধমান) :- ফের ট্রেন বিভ্রাট। চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। শুক্রবার আপ ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেন দাঁড়িয়ে পড়ে হাওড়া-বর্ধমান মেন লাইনের পালসিট ও রসুলপুর স্টেশনের মাঝে। সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট থেকে ট্রেন থেমে গেলেও বিকল ইঞ্জিন সরিয়ে নতুন ইঞ্জিন নিয়ে আসা হয় প্রায় ৪ ঘণ্টা পর। রাত ৮ টা ০৫ মিনিটে নতুন ইঞ্জিন লাগিয়ে ইন্টার সিটি এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। গত বৃহস্পতিবার দুর্ঘটনায় পরে হাওড়া-নিউ জলপাইগুড়ি আপ বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক কামরার পা-দানি ভেঙে যাওয়ায় ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পরে। ফের আবার বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ আটকে পরে আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।