E Purba Bardhaman

বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে খুনের চেষ্টার পর আত্মঘাতী স্বামী

Husband commits suicide after trying to kill wife and mother-in-law on suspicion of extra-marital affair

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ঘুমন্ত অবস্থায় শাশুড়ি ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা করার পর নিজেই আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির, গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। আউশগ্রাম থানা এলাকার ঘটনা। পরে ভুল বুঝতে পেরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অভিযুক্ত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে অভিযুক্ত ব্যক্তি। তারপর সে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বননবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্তের খোঁজ করতে গিয়ে দেখে বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশকিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহ থেকে প্রায় পাঁচমাস ধরে অভিযুক্তের সঙ্গে তাঁদের অশান্তি চলছিল। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান।

Exit mobile version