আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- স্ত্রীর সাথে ঝগড়া করে নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। মৃতের নাম গৌতম ওঝা (৪৮)। ঘটনাটি ঘটেছে আউশগ্রামের পল্লীশ্রী গ্রামে। পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে বিয়ে হয় গৌতম ওঝার। তাদের দুটি মেয়েও রয়েছে। সম্প্রতি চুড়ান্ত মদ্যপ হয়ে ওঠেন গৌতম। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিনই রাত্রে মদ খেয়ে বাড়ি ফিরে এসে স্ত্রী জয়মালা ওঝাকে মারধোর করত গৌতম ওঝা। তা নিয়ে অশান্তি আরও বাড়ে। এরপরই গত শুক্রবার স্ত্রী তার দুই কন্যা সন্তানকে নিয়ে মঙ্গলকোটে তাঁর দিদির বাড়ি চলে যান। পুলিশ সূত্রে জানা গেছে, গৌতম ওঝার এটি দ্বিতীয় পক্ষের স্ত্রী। একইসঙ্গে জয়মালা ওঝারও এটি দ্বিতীয় বারের বিয়ে। পেশায় কাঠমিস্ত্রী গৌতম ওঝার প্রথম পক্ষের স্ত্রী ও দুই ছেলে থাকেন আন্দামানে। প্রায় ১০ বছর আগে গৌতম ওঝা আউশগ্রামে আসেন। তারপরই তিনি জয়মালাকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও হয়। অন্যদিকে, জয়মালাদেবীর প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে। দুই মেয়েকে নিয়েই চারজনের সংসার ছিল তাঁদের। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জয়মালাদেবী দুই কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবার পর গৌতম ওঝা তাদের ফিরিয়ে আনার জন্য যান। কিন্তু জয়মালা ফিরে আসতে চাননি। এরপরই তিনি মানষিকভাবে ভেঙে পড়েন। তার জেরেই শুক্রবার গভীর রাতে গোটা বাড়িতে আগুন ধরিয়ে তিনি নিজেই গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা আর্ত চিত্কারে ছুটে আসেন। আগুন নেভানোর পর তাকে উদ্ধার করে আউশগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এই আগুন লাগার ঘটনায় ঘরেতে থাকা ৪টে ছাগলও আগুনে পুড়ে মারা গেছে।
স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে গোটা বাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা স্বামীর
