বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আমি ওনার মত অভদ্র নই, আমাকে আমার বাড়িতে সংস্কার শিখিয়েছে, আমি সংস্কার মেনেই থাকি, এবং সংস্কারেরই কথা বলি। বৃহস্পতিবার বর্ধমান শহর জুড়ে প্রচার করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এদিন বর্ধমান টাউন হলে কেন্দ্রীয় ইদ কমিটি আয়োজিত ইদের নামাজ অনুষ্ঠানে এসে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তাঁকে নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের লাগাতার মন্তব্য সম্পর্কে রীতিমত ক্ষুব্ধ কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষের ব্যাপারে আমার কোন কথা বলার নেই। দুর্গাপুর বর্ধমান বাংলার ব্যাপারে কথা বলতে হয় বলুন। যার কোন মতলব নেই সেই রকম কোন মানুষের ব্যাপারে আমার কিছু বলার নেই। ও এমন একটা মানুষ কারোর পা ভেঙে দেয়। ওই রকম পাগল মানুষের ব্যাপারে আমার বলার সময় নেই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দিলীপ ঘোষ বলছেন, আমরা পায়ে হেঁটে প্রচার করছি আর তৃণমূল প্রার্থী ঘোড়ায় চেপে প্রচার করছেন। এব্যাপারে কীর্তি আজাদ বলেন, আমি ওনার মত অভদ্র নই, আমাকে আমার বাড়িতে সংস্কার শিখিয়েছে, আমি সংস্কার মেনেই থাকি, এবং সংস্কারেরই কথা বলি, ওনার মত অভদ্রভাবে কথা বলি না। ভারতীয় জনতা পার্টি অভদ্র ধরনের লোক, ওনারা অভদ্র ধরনের কথা বলেন। উল্লেখ্য, এদিন বর্ধমানের এই প্রচারাভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখরাও।