E Purba Bardhaman

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে এবিভিপি; বাংলা ছাড়া করে দেওয়ার পালটা হুমকি দেবু টুডুর

I will not allow those who want the resignation of the Chief Minister to stay in Bengal - Debu Tudu

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবারও বিক্ষোভ অব্যাহত থাকলো। তবে এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলায় জেলায় বিক্ষোভ অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হল। বর্ধমানে কার্জন গেটের সামনে বিধায়ক খোকন দাসের উদ্যোগে অবস্থান বিক্ষোভে আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হলেন তৃণমূলের নেতারা। অবিলম্বে নারী সুরক্ষার সুনির্দিষ্ট বিল প্রবর্তন ও আর জি করের নৃশংস হত্যার সাথে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। তিনি জানিয়েছেন, কিছু অসভ্য, জানোয়ার প্রকৃতির মানুষ যাদের চিড়িয়াখানায় থাকা উচিত, তারা দোষীদের ফাঁসি চাইছে না, তারা চাইছে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাঁদের বাংলায় থাকতে দেবো না। তাঁদের বর্ধমানে থাকতে দেবো না। মানুষ তাঁদের তাড়িয়ে দেবে। বাংলায় অশান্তি করতে দেবো না। এদিকে, কার্জন গেটের এই অবস্থানের পাশাপাশি এদিন বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার এবং বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে গাংপুর স্টেশন এলাকা থেকে নান্দুড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। আর জি কর কাণ্ডের প্রতিবাদ সহ নান্দুড় এলাকার আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় এই প্রতিবাদ মিছিল করা হয়। অপরদিকে, আর জি কর কাণ্ড নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে এবিভিপির রাজ্য সম্পাদক (দক্ষিণবঙ্গ) অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, আর জি কর কাণ্ড-সহ গোটা রাজ্য জুড়ে ক্রমশই আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় তাঁরা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন জানাচ্ছেন। রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যকে এই অরাজকতা থেকে রক্ষা করা যাবে না বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কারণ একদিকে, তিনি যেমন মুখ্যমন্ত্রী, তেমনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীও। এই ঘটনায় তিনি তাঁর দায় এড়াতে পারেন না। অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, এই দাবিকে সামনে রেখেই রবিবার বর্ধমানের স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত বিচার সংকল্প যাত্রা করবেন তাঁরা।

Exit mobile version