E Purba Bardhaman

আইসিটি কম্পিউটার শিক্ষকেরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন

ICT computer teachers sent a letter to the Chief Minister

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘদিন ধরে ন‌্যূনতম বেতন কাঠামো তৈরির দাবি জানিয়ে আসলেও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বুধবার পূর্ব বর্ধমান জেলার চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার শিক্ষকেরা একযোগে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন পত্র পাঠালেন ডাকঘর মারফত। বুধবার বর্ধমানের মুখ্য ডাকঘরে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যক্তিগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পাঠিয়েছেন। এদিন সংগঠনের জেলা সম্পাদক সৌমেন ব্যানার্জ্জী জানিয়েছেন, অন্যান্য চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন বাড়লেও তাঁদের এই বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল ২০২০ সাল থেকে আটকে রয়েছে। গোটা রাজ্যে তাঁদের প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য রয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় রয়েছেন প্রায় ৪০৮ জন। এদিন সংগঠনের সিংহভাগ সদস্যই পৃথক পৃথকভাবে মুখ্যমন্ত্রীর কাছে ডাকযোগে এই আবেদন পত্র পাঠিয়েছেন। তাঁদের দাবি ন্যূনতম বেতন কাঠামো তৈরি হোক তাঁদের। তিনি জানিয়েছেন, তাঁদের স্কুলে ক্লাস নেওয়া ছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করতে হয়। কিন্তু তা সত্ত্বেও তাঁদের বেতন একই রয়ে গেছে দীর্ঘদিন ধরে।

Exit mobile version