E Purba Bardhaman

আইএসসি পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলায় প্রথম সম্বৃতা ভট্টাচার্য

In the ISC examination, Sambrita Bhattacharya got the first place in Purba Bardhaman district (1)

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের মধ্যে সম্ভাব্য তৃতীয় এবং সর্বভারতীয় স্তরেও সম্ভাব্য এক থেকে ৫ এর মধ্যে স্থান পেয়ছে বর্ধমানের সেণ্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী সম্বৃতা ভট্টাচার্য। মঙ্গলবার আইএসসি বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। বর্ধমান শহরের জগতবেড় কালাচাঁদ তলার বাসিন্দা সম্বৃতা সেরা ৪টি বিষয়ের মোট ৪০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ৩৯৬ নাম্বার। বাবা অনন্য ভট্টাচার্য হুগলী মহসিন কলেজের বাংলার অধ্যাপক এবং মা বিপাশা সরকার মেমারী বি এম ইনষ্টিটিউশনের বাংলার শিক্ষিকা। বাবা ও মা উভয়েই বাংলার শিক্ষিকা হলেও একেবারেই ছোট থেকে সম্বৃতা ইংরাজী মাধ্যমেই পড়াশোনা করেছে। এবারের আইএসসি পরীক্ষায় তার ফলাফল নিয়ে রীতিমত খুশী গোটা পরিবার। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থানের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও ১ থেকে ৫ এর মধ্যে স্থান পাবার আশা করছে সম্বৃতা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে ভাল বাসে সে। ভবিষ্যতে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী সম্বৃতা চায় ইংরাজী নিয়ে অধ্যাপনার পাশাপাশি ফিল্ম দুনিয়ায় ভাল স্ক্রিপ্ট রাইটার হতে। সম্বৃতার মা বিপাশাদেবী জানিয়েছেনসম্বৃতা লেখাপড়া করতে ভালবাসে। অবসর সময়ে গান শোনেবিভিন্ন ধরণের গল্প কবিতাও লেখে। খুব ভালবাসে ইংরাজী সিনেমা দেখতে। সম্বৃতা জানিয়েছেভবিষ্যতে তাঁর লক্ষ্য ভাল সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়েই সে প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

Exit mobile version