বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের মধ্যে সম্ভাব্য তৃতীয় এবং সর্বভারতীয় স্তরেও সম্ভাব্য এক থেকে ৫ এর মধ্যে স্থান পেয়ছে বর্ধমানের সেণ্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী সম্বৃতা ভট্টাচার্য। মঙ্গলবার আইএসসি বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। বর্ধমান শহরের জগতবেড় কালাচাঁদ তলার বাসিন্দা সম্বৃতা সেরা ৪টি বিষয়ের মোট ৪০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ৩৯৬ নাম্বার। বাবা অনন্য ভট্টাচার্য হুগলী মহসিন কলেজের বাংলার অধ্যাপক এবং মা বিপাশা সরকার মেমারী বি এম ইনষ্টিটিউশনের বাংলার শিক্ষিকা। বাবা ও মা উভয়েই বাংলার শিক্ষিকা হলেও একেবারেই ছোট থেকে সম্বৃতা ইংরাজী মাধ্যমেই পড়াশোনা করেছে। এবারের আইএসসি পরীক্ষায় তার ফলাফল নিয়ে রীতিমত খুশী গোটা পরিবার।