E Purba Bardhaman

মহা উৎসাহে বর্ধমানে চালু হল ২৩ ফুটের পিতলের রথ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই যখন গোটা দেশ জুড়ে রথের দড়িতে টান দেবার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সেই সময় শুক্রবার দীর্ঘ কয়েকদশক পর বর্ধমানে উদ্বোধন হল নতুন পিতলের রথ। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে এই পিতলের রথ তৈরী হয়েছে নবদ্বীপে। ২৩ ফুট উচ্চতা বিশিষ্ট এবং ১৩ ফুট চওড়া এই রথের শুভ উদ্বোধন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবও। শুক্রবার বিকালে হাজারো মানুষের উত্সাহ উদ্দীপনার সঙ্গে বর্ধমান শহরের টাউন হল থেকে এই রথকে নিয়ে যাওয়া হল বর্ধমানের আদি শহর কাঞ্চননগর রথতলায়। শনিবার সেখানেই এই রথকে আনুষ্ঠানিকভাবে টানা হবে। জানা যায়, ১৭৩০ সাল নাগাদ কীর্তিচাঁদ সাধারণ নাগরিকদের আনন্দ দেবার জন্য কাঞ্চননগরে রথ যাত্রার প্রচলন করেছিলেন। তাঁর আরও পরে রাজা চিত্রসেন রায় কেবলমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য চালু করেছিলেন রথযাত্রার। সম্পূর্ণ কাঠের তৈরী সেই রথ বর্তমানে আর নেই। পরিবর্তে এলাকার মানুষের আগ্রহে তার বদলে সেখানে তৈরী হয়েছে লোহার রথ। আর শুক্রবার থেকে তার সঙ্গে যুক্ত হল নতুন এই পিতলের রথ।

Exit mobile version