E Purba Bardhaman

রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের উদ্যোগে কাঞ্চননগরে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

Inauguration of eye treatment center under the initiative of Rotary Club of Burdwan South

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের উদ্যোগে ও আন্তর্জাতিক রোটারি ফাউন্ডেশনের অর্থানুকূল্যে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় উদ্বোধন হল রোটারি চক্ষু চিকিৎসা কেন্দ্র। শুক্রবার বর্ধমানের কাঞ্চননগরে এই কেন্দ্রের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, রোটারিয়ান সাবর্ণ কুমার দে, সুব্রত ব্যানার্জ্জী প্রমুখরাও। এদিন রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের সভাপতি সাবর্ণ কুমার দে জানিয়েছেন, এই চক্ষু চিকিৎসা কেন্দ্রের জন্য তাঁরা ৫৫ লক্ষ টাকার সরঞ্জাম দিয়েছেন। প্রতিদিন গড়ে ৪০-৫০ জনের চিকিৎসার ব্যবস্থা থাকছে। তিনি জানিয়েছেন, এদিন ছিল আন্তর্জাতিক রোটারি সংগঠনের ১১৯ তম জন্মদিন। তাই এদিনটিকেই তাঁরা বেছে নিয়েছেন। এদিন বিধায়ক খোকন দাস জানিয়েছন, আগামী ৩ মার্চ থেকে এই কেন্দ্রে চিকিৎসা শুরু হয়ে যাবে। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে এই অনুষ্ঠান করা নিয়ে এদিন সাবর্ণ কুমার দে-কে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানান, এই অনুষ্ঠানের জন্য তাঁদের পুলিশ-সহ সমস্ত প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে বাধা কোথায়? তিনি জানিয়েছেন, এদিন যেহেতু রোটারি সংগঠনের জন্মদিন তাই এদিনটিকেই তাঁরা বেছে নিয়েছিলেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে এই অনুষ্ঠান করা হলে অনেক দেরি হয়ে যেত। তাই এদিন এই অনুষ্ঠান করতে হয়েছে।

Exit mobile version