E Purba Bardhaman

ভোটের মুখে কেন্দ্র সরকারের নতুন পোর্টাল উদ্বোধন

Inauguration of new portal of central government

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনের মুখে বুধবার গোটা ভারত জুড়ে চালু হল পিএম সূরজ নামে নয়া পোর্টালের। তপশীলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সিনিয়র সিটিজেন, যাযাবর বা আধা যাযাবর, ভিখারি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সাফাই কর্মীদের শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক এবং তাঁদের পুনর্বাসন দিতে এই কেন্দ্রীয় পোর্টাল চালু হল। এদিন বিকালে এই পোর্টালের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই উপলক্ষ্যে বর্ধমান টাউন হলে জেলার অগ্রণী ব্যাংক ইউকো ব্যাঙ্ক-সহ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এবং অন্যান্য কয়েকটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। এদিন ইউকো ব্যাংকের এলডিএম পিনাকী বর্মন জানিয়েছেন, এদিন থেকে এই পোর্টাল চালু হল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই ক্যাটাগরির মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এর মাধ্যমে তাঁরা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে ইতোমধ্যেই যাঁরা পোর্টালে নাম তোলার জন্য আবেদন করেছিলেন তাঁদের হাতে এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমানের ইউকো ব্যাংকের ডেপুটি জোনাল ম্যানেজার এম কে সোনি, বর্ধমান মেইন ব্রাঞ্চের ম্যানেজার কুমার গৌরব সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরাও। পিনাকীবাবু জানিয়েছেন, পুরুষদের ক্ষেত্রে প্রতি হাজারে বার্ষিক ৪ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৩.৭৫ শতাংশ সুদ দিতে হবে।

Exit mobile version