E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলার মেমারীতে জেলার দ্বিতীয় নীল রাস্তার উদ্বোধন

Inauguration of the second blue road of East Burdwan district in Memari

মেমারি (পূর্ব বর্ধমান) :- মাধবডিহির উচালনের পরে ফের ‘নীল রাস্তা’ তৈরি করল প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ বিভাগ বা আইএসজিপি। মঙ্গলবার দুপুরে মেমারির রায়বাটিতে ওই রাস্তার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এসডিও বুদ্ধদেব পান, মেমারি ২ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান-সহ সদস্যরা। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় প্রথম রায়না ২ ব্লকের উচালনে এই বিশেষ নীল রাস্তা তৈরি করা হয় পরীক্ষামূলকভাবে। আর ওই নীল রাস্তার সফলতা পেয়েই জেলায় দ্বিতীয় নীল রাস্তার উদ্বোধন হল মেমারীর রায়বাটিতে। এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শুভলক্ষ্মী বসু জানিয়েছেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগানোর জন্যেই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পরিবেশবান্ধব রাস্তা তৈরি হচ্ছে। বিটুমিনাসের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। এরসঙ্গে থার্মো প্লাস্টিকের নীল রঙ এবং রাসায়নিক মিশিয়ে দেওয়া হচ্ছে। জানা গেছে, এই রাস্তার জন্য মেমারি ২ পঞ্চায়েত সমিতি প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। উল্লেখ্য, জেলার তৃতীয় এই ধরনের নীল রাস্তা তৈরি হচ্ছে মাধবডিহির বড় বৈনানে। খুব শীঘ্রই তারও উদ্বোধন হতে চলেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Exit mobile version