E Purba Bardhaman

ব্লকে ব্লকে চাইল্ড প্রোটেকশন কমিটি গঠনে তোড়জোড়

 

Initiative to form child protection committee in every block of Purba Bardhaman district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৪ জানুয়ারি বর্ধমানে আসতে চলেছেন এনসিপিআরসি-র চেয়ারম্যান প্রিয়াংকা কানুনগো। আর তার আগেই গোটা জেলা জুড়ে ব্লকে ব্লকে চাইল্ড প্রোটেকশন কমিটি গঠন করার নির্দেশ জারি করল জেলা প্রশাসন। জানা গেছে, সাম্প্রতিককালে বিশেষত কোভিড পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু ব্লকে নাবালিকা বিয়ের সংখ্যা বেড়ে গেছে। আর তা রুখতেই ব্লকভিত্তিক চাইল্ড প্রোটেকশন কমিটিগুলিকে গঠন করে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে-৫ অনুসারে গোটা জেলায় চাইল্ড ম্যারেজ বা নাবালিকা বিয়ের হার ৫০.৪ শতাংশ এবং টিন এজের গর্ভবতী হওয়ার হার ২১.৯ শতাংশ। ওই পরিসংখ্যানেই তুলে ধরা হয়েছে জেলায় ৫ বছর পর্যন্ত ৩১.৬ শতাংশ শিশু স্বল্প ওজনে ভুগছে। ওই পরিসংখ্যানেই তুলে ধরা হয়েছে টিন এজের গর্ভবতী বা মা হওয়ার হার ২০২১-২২ সালে ছিল২৬.৮৩ শতাংশ। এর মধ্যে কেতুগ্রাম ২ ব্লকেই সব থেকে বেশি হার ছিল ৩৯.৮৩ শতাংশ। এর মধ্যে ২০১৮-১৯ সালে বিগত ৫ বছরের রেকর্ডে এই জেলার টিন এজের গর্ভবতী হওয়ার হার ছিল সবচেয়ে বেশি ২৮.১১ শতাংশ। জানা গেছে, এই রিপোর্টের পরই জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। এদিকে, জানা গেছে, আগামী ২৪ জানুয়ারি কেন্দ্র সরকারের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারম্যান প্রিয়াংকা কানুনগো পূর্ব বর্ধমান জেলায় আসছেন।

Exit mobile version