E Purba Bardhaman

হকারদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে আরপিএফের সাথে আই.এন.টি.টি.ইউ.সি.-র বৈঠক

INTTUC meeting on behalf of hawkers on the appeal to stop RPF torture

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান রেলষ্টেশন এলাকায় অনেকসময় হকারদের ওপর রেল সুরক্ষা বাহিনীর অত্যাচারের অভিযোগ উঠে আসে। আর এই ঘটনার প্রতিবাদে এবং এই সমস্যার সুষ্ঠ সমাধানের পথ খুঁজতে বৃহস্পতিবার বর্ধমান স্টেশনে আরপিএফের ইন্সপেক্টরের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউ.সি.-র সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম। মহম্মদ সেলিম জানিয়েছেন, এদিন আরপিএফের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। অন্যায়ভাবে হকারদের ওপর জুলুম না করা এবং তাদের অন্যায়ভাবে জরিমানা না করা প্রভৃতি বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি সরকারী নিয়ম মেনেই আরপিএফের কাজেও হকাররা যাতে বাধা দিতে না পারে তা নিয়ে সুষ্ঠ আলোচনা হয়েছে। অন্যদিকে, আরপিএফের ইন্সপেক্টর মনোজ কুমার মৌর্য জানিয়েছেন, এদিন হকার নিয়ে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে সকলেই সঠিকভাবে নিয়ম মেনে কাজ করতে পারেন সেজন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এদিন হকাররা অভিযোগ করেছেন, আরপিএফের কয়েকজন জওয়ানই হকারদের ওপর এই জুলুমবাজি করছেন, সকলে নয়। সেই সমস্ত জওয়ানরা যাতে এই জুলুমবাজি করতে না পারে তারই আবেদন জানানো হয়েছে এদিন।

Exit mobile version