E Purba Bardhaman

বর্ধমান পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামছে আইএনটিইউসি

INTUC is embarking on a movement against Burdwan Municipality

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান পুরসভা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এই অভিযোগ তুলে দুর্নীতিকে দূর করতে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাক সমর্থিত বর্ধমান পৌর মজদুর কর্মচারী সংগঠন লাগাতার আন্দোলনে নামতে চলেছে। রবিবার বর্ধমান পুরসভা প্রাঙ্গণে বর্ধমান পৌর মজদুর কর্মচারী সংগঠনের বার্ষিক সম্মেলনে একথা জানিয়েছেন ইনটাকের (INTUC) নতুন পূর্ব বর্ধমান জেলা সভাপতি নাজির হোসেন। অন্যান্যদের মধ্যে এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশ সাধারণ সম্পাদক দিব্যেন্দু মিত্র, বর্ধমান পৌরসভার প্রাক্তন কর্মী ও সংগঠনের সদস্য দিলীপ ব্যানার্জী, জেলা কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কুমকুম ঘোষ, কাশীনাথ গাঙ্গুলী প্রমুখরাও। এদিন নাজির হোসেন জানিয়েছেন, এখন থেকে বর্ধমান পৌরসভায় যদি শাসকদল ১০জন কর্মী নিয়োগ করেন তার মধ্যে ২জন কর্মী তাঁদের সংগঠন থেকে নিতে হবে। আর এই দাবিকে জোড়ালো করতে তাঁরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে শহরজুড়ে পৌরসভার নাম্বার প্লেট লাগানো টোটো চলাচল নিয়েও তাঁরা আন্দোলনে নামতে চলেছেন পৌরসভার বিরুদ্ধে। এদিন বক্তব্য রাখতে গিয়ে গৌরব সমাদ্দার জানিয়েছেন, বর্ধমান পুরসভা চলছে দুর্নীতির ওপর ভর করেই। অবৈধভাবে শহর জুড়ে নির্মাণ কাজ চলছে। পুরনাগরিক পরিষেবা তলানিতে ঠেকেছে। কোটি কোটি টাকা লুঠ চলছে অবৈধ নির্মাণের নামে। এর বিরুদ্ধে পথে নামতে চলেছে ইনটাক।


Exit mobile version