বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চিন্তাভাবনা চলছিল, আর জি করের ঘটনা সেই চিন্তাভাবনাকেই গতি দিল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আগামী শনি ও রবিবার প্রথম পুলিশ লাইনে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হতে চলেছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “অপরাজিতা ~ The Undefeated”। উল্লেখ্য, এদিনই বিধানসভায় একই নামে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় চরমতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সম্পর্কিত বিল আনা হয়েছে। এদিন পুলিশ সুপার জানিয়েছেন, এটা সম্পূর্ণভাবেই কাকতালীয় বিষয়। তাঁরাও যে উদ্যোগ নিয়েছেন সেটাও মহিলাদের সুরক্ষার বিষয়। এই নাম তাঁরা অনেক আগেই চিন্তাভাবনা করেছেন। তিনি জানিয়েছেন, অপরাজিতা নামে এই প্রকল্পে নাবালিকা ও মহিলা যাঁরা আত্মরক্ষার জন্য ট্রেনিং নিতে ইচ্ছুক তাঁদের কলকাতার ট্রেনার দিয়ে ইসরায়েলি আত্মরক্ষার কৌশল “ক্রাভ মাগা” আত্মরক্ষার জন্য শেখানো হবে। ইতিমধ্যে প্রায় ১৩০ জন মহিলা আবেদন করেছেন। আরও যদি ইচ্ছুক মহিলা পাওয়া যায় তাহলে এটা ধারাবাহিক ভাবে চলবে। কমিউনিটি পুলিশিং-এর অঙ্গ হিসেবে এই প্রকল্প নেওয়া হয়েছে। যে কেউ আবেদন করতে পারেন এই ট্রেনিং-এর জন্য। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।