E Purba Bardhaman

অনুষ্ঠিত হলো জাহান্নগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ের ৭০ বর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান

Jahannagar Kumarananda High School's 70th anniversary celebration program was held

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ‘জাহান্নগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়’-এর ৭০ বর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান। মঙ্গলবার কচিকাঁচাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় পূর্বস্থলী ১ ব্লকের এই বিদ্যালয়ের ৭০ বর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, প্রধান শিক্ষক গোপাল মন্ডল, পরিচালন সমিতির সভাপতি দীপঙ্কর চন্দ -সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদ্‌যাপন করা হয়। সঙ্গীত, নৃত্যর পাশাপাশি ছিল কুইজ প্রতিযোগিতা, যোগ ব্যায়াম প্রদর্শনী, দাবা খেলা নিয়ে সেমিনার। অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণও করা হয়। এদিন স্কুল চত্বরে নেতাজী সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং বিদ্যালয়ের ভূমিদাতা স্বামী কুমারানন্দ মহারাজের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়।

Jahannagar Kumarananda High School's 70th anniversary celebration program was held

Exit mobile version