E Purba Bardhaman

নিপা ভাইরাসের কোপে পড়ে গৃহস্থের মুখে হাসি ফোটালো জামাই ষষ্ঠীর ফলের বাজার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিপা ভাইরাসের কোপে পড়ে গৃহস্থের মুখে হাসি ফোটালো জামাই ষষ্ঠীর ফলের বাজার। প্রতিবছরই যেমন জামাই ষষ্ঠীর বাজারে ফলের বাজারে রীতিমত আগুন ছুটে যায়, জামাই আদর করতে গিয়ে শ্বশুর শাশুড়ির নাভিশ্বাস ওঠে – এবারে নিপা ভাইরাসের জেরে রীতিমত ফলের বাজার একেবারে তলানিতে এসে ঠেকেছে। যেখানে গড়পড়তা আমের কেজি ৭০-৮০ টাকা, আপেলও ৬০-৮০ টাকায় হেরফের করে, এবারে সেই আম ১৫-২০ টাকা কেজি, আপেলের দামও ক্রমশ নিম্নগামী আপেলের গায়ে মোমের প্রলেপের জেরে। অন্যদিকে, প্রতিবছরের মত এবারও বর্ধমানের বিসিরোডে নেতাজীর পদধন্য নেতাজী মিষ্টান্ন ভাণ্ডারে তৈরী হয়েছে সাড়ে তিনশো টাকার জামাই মিষ্টির প্যাকেজ ‘জামাই বরণ’। থাকছে সেখানে ১৭ রকমের নানান ধরণের মিষ্টি। দোকানের মালিক সৌমেন দাস বলেন, প্রতিবছরই তাঁরা কিছুনা কিছু নতুন করার চেষ্টা করেন। এবারে জামাই বরণ করেছেন। ভালো বিক্রী হচ্ছে। সাড়ে তিনশো টাকায় ১৭ রকমের নানা ধরণের নানা স্বাদের মিষ্টি রয়েছে। এছাড়াও রয়েছে জামাই ষষ্ঠী স্পেশালে চকলেট রাবড়ি মালাই, ম্যাঙ্গো মালাই পদ্মভোগ।

Exit mobile version