জামালপুর (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বিকাল থেকে বর্ধমানের জামালপুর থানার পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামে ‘শিম্পাঞ্জির’ মত দেখতে এক প্রাণীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। গোয়ালদহ গ্রামের বাসিন্দা অরুপ মাজি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তাঁরই বাড়ির পিছন দিকে এই অদ্ভূতরকমের প্রাণীটিকে দেখতে পান তাঁরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন এটি কোনো হনুমানই হবে। কিন্তু তার চালচলন এবং শারীরিক গঠন অনেকটাই শিম্পাঞ্জি বা গরিলার মত। এরপর বুধবার সকালেই গোটা বিষয়টি জানানো হয় বন দপ্তরে। বুধবার দুপুরে বনদপ্তরের কর্মীরা খাঁচা নিয়ে এসে প্রাণীটিকে ধরার অনেক চেষ্টাও করেন। কিন্তু এই অদ্ভূত ধরণের প্রাণীকে দেখতে এলাকার মানুষের ব্যাপক ভিড়ের ফলে ভয় পেয়ে প্রাণীটি বড় একটি জলশিরীষ গাছে উঠে পড়ে। অনেক চেষ্টা করেও এদিন বিকাল পর্যন্ত প্রাণীটিকে গাছ থেকে নামানো যায়নি।