E Purba Bardhaman

জামালপুরের গোয়ালদহ গ্রামে অদ্ভুত ধরনের প্রাণীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Jamalpur's Goaldah village is in a frenzy over a strange animal

জামালপুর (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বিকাল থেকে বর্ধমানের জামালপুর থানার পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামে ‘শিম্পাঞ্জির’ মত দেখতে এক প্রাণীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। গোয়ালদহ গ্রামের বাসিন্দা অরুপ মাজি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তাঁরই বাড়ির পিছন দিকে এই অদ্ভূতরকমের প্রাণীটিকে দেখতে পান তাঁরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন এটি কোনো হনুমানই হবে। কিন্তু তার চালচলন এবং শারীরিক গঠন অনেকটাই শিম্পাঞ্জি বা গরিলার মত। এরপর বুধবার সকালেই গোটা বিষয়টি জানানো হয় বন দপ্তরে। বুধবার দুপুরে বনদপ্তরের কর্মীরা খাঁচা নিয়ে এসে প্রাণীটিকে ধরার অনেক চেষ্টাও করেন। কিন্তু এই অদ্ভূত ধরণের প্রাণীকে দেখতে এলাকার মানুষের ব্যাপক ভিড়ের ফলে ভয় পেয়ে প্রাণীটি বড় একটি জলশিরীষ গাছে উঠে পড়ে। অনেক চেষ্টা করেও এদিন বিকাল পর্যন্ত প্রাণীটিকে গাছ থেকে নামানো যায়নি। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান এটি হনুমান প্রজাতির। সাধারণত বৃন্দাবন, মথুরার দিকে এই ধরণের হনুমান দেখতে পাওয়া যায়। পাহাড়ি হনুমান নামেও পরিচিত। তবে যতক্ষণ না প্রাণীটিকে তাঁরা ধরতে পারছেন ততক্ষণ এব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। এরই পাশাপাশি বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, জামালপুর ব্লকেই আরও একটি এই ধরণের প্রাণীর তাঁরা খবর পেয়েছেন। সেটিকেও তাঁরা উদ্ধার করার চেষ্টা করছেন। যদিও কিভাবে এই প্রাণী জামালপুরে এল তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কেউ কেউ এই ঘটনায় পাচারকারীদের হাত থাকারও অনুমান করছেন। কোনো কারণে পাচারকারীরা এদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমনটাও মনে করা হচ্ছে। জেলা বনদপ্তর সূত্রে জানা গেছে, প্রাণীগুলিকে উদ্ধার করার পাশাপাশি কিভাবে এগুলি এল তা নিয়ে খোঁজখবর শুরু করা হচ্ছে।

Exit mobile version