বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১০০ দিনের কাজে গোটা রাজ্য জুড়ে ব্যাপক অনিয়মের দায় পঞ্চায়েতের কর্মচারীদের ঘাড়ে চাপালে আগামী দিনে গোটা রাজ্য জুড়েই পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখা। শুক্রবার বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক এবং জেলাশাসককের কাছে ৯দফা দাবীতে স্মারকলিপি দিলেন তাঁরা। দাবী তোলা হয়েছে, ১০০ দিনের কাজে কেন্দ্র সরকারের নির্দেশের বাইরে কোনো কাজ পঞ্চায়েতের কর্মচারীদের দিয়ে করানো চলবে না। এমনকি পঞ্চায়েতের বেনিয়ম কাজের দায়ও পঞ্চায়েত কর্মচারীদের ঘাড়ে চাপানো চলবে না। এরই পাশাপাশি তাঁরা এদিন দাবী করেছেন, নির্মাণ সহায়ক সহ বহু কর্মচারীকে শাস্তিমূলকভাবে দূরে বদলী করা হয়েছে।