কাটোয়া (পূর্ব বর্ধমান) :- সোনার দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের কুখ্যাত ‘বদায়ুঁ গ্যাংয়ের’ ২ মহিলা-সহ ৭ জনকে গ্রেপ্তার করলো কাটোয়া থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে ২৬ লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার-সহ নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি, ১০ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।এছাড়াও দোকানের শাটার ভাঙার যন্ত্রপাতি, দড়ি ইত্যাদিও উদ্ধার করে পুলিশ।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই গ্যাং পূর্ব বর্ধমান-সহ লাগোয়া মুর্শিদাবাদ জেলাতেও একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত। ধৃতরা সকলে মিলে কাটোয়ার মিলপাড়ায় একটি বাড়িতে কয়েকমাস থেকে ভাড়া ছিল। দিনের বেলায় ফেরি করার নামে এলাকার বাজার-দোকানে রেইকি করত। রেইকির এই কাজে মহিলারাও যুক্ত ছিল। পেশা হিসেবে কুলপি, কম্বল বিক্রি করত দুষ্কৃতীরা। দিনে ফেরির পর রাতে চুরি করতে বের হত তারা।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কাটোয়ার অগ্রদ্বীপ স্টেশন রোড এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ধৃত দশরথ সিং ওরফে দাড়া সিং, হাকিম সিং, ছেবিরাম সিং, রামবাবু সিং, ব্রীজপাল সিং ওরফে বিজু , বাসন্তী দেবী কুশবা ও মিনাদেবী কুশবা-র বাড়ি উত্তরপ্রদেশের আওরাইয়া এবং কাদরচক থানা এলাকায়। শনিবার ধৃত সাতজনকেই পুলিশি হেফাজতের আবেদন করে কাটোয়া আদালতে পেশ করা হয়।