বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সামনেই পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের ইতিহাসে প্রথম কোনো ডিভিশনাল কমিশনার দফায় দফায় প্রশাসনিক কাজের খতিয়ান খতিয়ে দেখলেন। সোমবার বর্ধমান ডিভিশনের কমিশনার বিজয় ভারতী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া এবং বাঁকুড়া জেলার আধিকারিকদের নিয়ে ডিভিসির জল দেওয়া নিয়ে বৈঠক করেন। তার আগে রবিবারই তিনি প্রথম দফায় জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। ফের সোমবার সেচ নিয়ে বৈঠক শেষে জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন বলে জানা গেছে। জানা গেছে, পরপর এই বৈঠকে ডিভিশনাল কমিশনার জেলাপরিষদের বিভিন্ন প্রকল্প ধরে ধরে কাজের খতিয়ান নেন। কোন্ কোন্ প্রকল্পে টাকা খরচ হয়নি এবং কেন হয়নি সে ব্যাপারেও খোঁজ নেন বলে জানা গেছে। জানা গেছে, গীতাঞ্জলী আবাস প্রকল্প সহ কিছু কিছু প্রকল্প সহ প্রায় ৪০ কোটিরও বেশি টাকা খরচ না হয়ে পড়ে থাকায় সেই টাকা রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানোর নির্দেশও দেন বিজয় ভারতী। এরই পাশাপাশি সামনেই পঞ্চায়েত ভোট থাকায় সমস্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়ে যান তিনি। কয়েকদফায় তিনি জেলাশাসক-সহ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার সঙ্গেও। এব্যাপারে জানতে চাওয়া হলে শম্পা ধাড়া জানয়েছেন, কয়েকটি প্রকল্প খাতে কিছু টাকা এখনও পড়ে থাকায় তাঁরা রাজ্য সরকারের কাছে ওই টাকা নির্দিষ্ট কিছু খাতে খরচ করার জন্য আবেদন জানাচ্ছেন। তিনি জানিয়েছেন, ডিভিশনাল কমিশনার জানিয়েছেন, তাঁর অধীনে থাকা ৫টি জেলার মধ্যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কাজে তিনি খুশী। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের ইতিহাসে প্রথম কোনো ডিভিশনাল কমিশনার এভাবে জেলা পরিষদের কাজের খতিয়ান নিলেন।