E Purba Bardhaman

নামী ব্রাণ্ডের আড়ালে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে রাইস মিল মালিককে গ্রেপ্তার করল কেরালার পুলিশ

Kerala Police arrested a Rice Mill Owner for allegedly selling rice by using a reputed company name & Trademark illegally

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পূর্ব বর্ধমানের শস্য ভাণ্ডারে চাল নিয়ে দুর্নীতির অভিযোগে কেরল পুলিশ গ্রেপ্তার করল এক রাইস মিল মালিককে। ধৃতের নাম জনমেঞ্জয় খাঁ। বাড়ি রায়নার শ্যামসুন্দর এলাকায়। রায়নার সেহারাবাজারে তাঁর একটি রাইস মিল রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বর্ধমান এগ্রো প্রোডাক্ট রাইস মিলের চালের বাজারে ঘাটতি দেখা দেয় কেরলে। ওই রাইস মিলের জেনারেল ম্যানেজার সেখ রবিয়েল জানিয়েছেন, কেরলে তাঁদের তৈরী গোবিন্দ ভোগ চালের ভাল বাজার রয়েছে। কিন্তু হঠাতই তাঁরা দেখতে পান তাঁদের বিক্রি কমে গেছে। এরপরই তাঁরা খোঁজখবর শুরু করেন। আর তখনই দেখতে পান তাঁদের বস্তা নকল করে এমনকি তাঁদের রেজিষ্টার্ড লোগো নকল করে বর্ধমান এগ্রো প্রোডাক্টের নামে কেরলে চাল বিক্রি শুরু করে। এমনকি সেই চালের গুণগত মানও খারাপ। ফলে তাঁদের ব্যবসার চরম ক্ষতি হয়। এরপরই কেরলের কালিকাপুর থানায় তাঁরা অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তে শনিবার বর্ধমানে আসেন কেরল পুলিশ। এরপর খণ্ডঘোষ থানার পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা টানা জিজ্ঞাসাবাদ করেন জনমেঞ্জয় খাঁকে। তাঁর রাইস মিল থেকে বাজেয়াপ্ত করা হয় নকল বস্তাও। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে কেরলে নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, প্রায় দুই মাস আগেও রায়নার একটি রাইস মিল একইভাবে অন্য মিলের চালের নকল করে কেরলে বিক্রির অভিযোগে রায়নার এক যুবক গ্রেপ্তার হয়। বারবার একই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দামোদর এলাকা জুড়ে।

Exit mobile version