বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পূর্ব বর্ধমানের শস্য ভাণ্ডারে চাল নিয়ে দুর্নীতির অভিযোগে কেরল পুলিশ গ্রেপ্তার করল এক রাইস মিল মালিককে। ধৃতের নাম জনমেঞ্জয় খাঁ। বাড়ি রায়নার শ্যামসুন্দর এলাকায়। রায়নার সেহারাবাজারে তাঁর একটি রাইস মিল রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বর্ধমান এগ্রো প্রোডাক্ট রাইস মিলের চালের বাজারে ঘাটতি দেখা দেয় কেরলে। ওই রাইস মিলের জেনারেল ম্যানেজার সেখ রবিয়েল জানিয়েছেন, কেরলে তাঁদের তৈরী গোবিন্দ ভোগ চালের ভাল বাজার রয়েছে। কিন্তু হঠাতই তাঁরা দেখতে পান তাঁদের বিক্রি কমে গেছে। এরপরই তাঁরা খোঁজখবর শুরু করেন। আর তখনই দেখতে পান তাঁদের বস্তা নকল করে এমনকি তাঁদের রেজিষ্টার্ড লোগো নকল করে বর্ধমান এগ্রো প্রোডাক্টের নামে কেরলে চাল বিক্রি শুরু করে।