পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- প্রকৃতিকে আমরাই ধ্বংস করছি, তাই প্রকৃতিও আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা সচেতন হতে না পারলে প্রকৃতিই আমাদের ধ্বংস করে দেবে। সোমবার পূর্বস্থলীর বিদ্যানগরে ‘খাল-বিল-চুনো মাছ, পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসে একথা বলে গেলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী। তিনি এদিন বলেন, আমরাই খালবিল, জলাশয় বুজিয়ে দিচ্ছি। আমরা বুঝতে পারছিনা, কি ভয়ংকর বিপদ ডেকে আনছি আমরা। প্রকৃতির ভারসাম্যকে আমরা নষ্ট করছি। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ হতে হবে। উল্লেখ্য, পূর্বস্থলীর বাঁশদহ ও চাঁদের বিলকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব এবছর ২৩ বছরে পা দিল। প্রতিবছরই রাজ্যের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এবং খাল-বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয়। মূলত জলাশয়গুলিকে রক্ষা করা এবং তারই সঙ্গে বাংলার হারিয়ে যাওয়া পুঁটি, খলসে, মৌরলা প্রভৃতি চুনোমাছকে বাঁচিয়ে তোলার লক্ষ্য নিয়েই এই উৎসবের আয়োজন করে থাকেন স্বপনবাবু। এদিন তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই বিদ্যানগর এলাকায় চুনো মাছের প্রজননকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। হচ্ছে বাটারফ্লাই গার্ডেন।