খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- খোদ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়িতেই হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ ঘিরে তোলপাড় বর্ধমান। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন খোদ বিধায়কও। যদিও তিনি জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। অভিযোগ উঠেছে, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ি খণ্ডঘোষের তাঁতিপাড়ায়। সেখানে তাঁর নিকট আত্মীয়দের একাধিক বাড়িতে চুরি করে জ্বালানো হচ্ছে বিদ্যুৎ। খবর পেয়ে সংবাদমাধ্যম পৌঁছাতেই রীতিমতো ভুল স্বীকার করেছেন বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও শ্যালক অভিজিৎ রায়। সুমিত্রা রায়ের দাবি, তাঁর প্রায় ১০ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছিল। সেই টাকা দেওয়ার মতো সাধ্য নেই, ছেলেরা সে রকম কোনো কাজ করে না। তাই দু’দিনের জন্য হুকিং করা হয়েছে, আমরা খুলে দেব। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতা শান্তরুপ দে কটাক্ষ করে জানান, তৃণমূল মানে দুর্নীতি। দিনকে দিন বিদ্যুতের মাশুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। যে দলে চোর আর জোচ্চোরে ভর্তি, সেখানে এর থেকে আর বেশী কি আশা করা যেতে পারে। বিধায়কের পরিবার পরিজনেরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই। আমরা এর বিহিত চাইছি। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি করছি এই ঘটনা খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা হয় তা নিতে। অন্যদিকে জেলাশাসক আয়েষা রানি এ. জানিয়েছেন, এই বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলবো। অন্যদিকে এই ব্যাপারে বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান, তারা যদি কোনো অন্যায় করে থাকেন আইন অনুযায়ী বিদ্যুৎ দপ্তর যা ব্যবস্থা নেওয়ার নেবে এতে আমার কিছু বলার নেই।