E Purba Bardhaman

কুচুট প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক কম, প্রতিবাদে রাস্তা অবরোধ

Kuchut Free Primary School has less number of teachers than students, blocking the road in protest

মেমারী (পূর্ব বর্ধমান) :- প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিকের চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৬৮ জন। আর শিক্ষক-শিক্ষিকা মাত্র ৩ জন। ফলে অনেক সময়ই চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাক-প্রাথমিকের ক্লাসও নিতে হয়। পূর্ব বর্ধমানের মেমারী থানার কুচুট প্রাথমিক বিদ্যালয়ের নিত্যদিনের এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বৃহস্পতিবার স্কুলের গেট আটকে স্কুলের সামনেই বর্ধমান-কালনা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় আধঘণ্টা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারী থানার পুলিশ। অভিভাবকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্কুলের শিক্ষক-শিক্ষিকার এই অপ্রতুলতা এবং অচলাবস্থা নিয়ে প্রশাসনিক তথা স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়ে আসছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। শিক্ষক-শিক্ষিকার অপ্রতুলতার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা শিকেয় উঠছে। তাই বাধ্য হয়েই তাঁদের এই রাস্তা অবরোধে সামিল হতে হয়েছে। এদিকে, এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট স্কুল শিক্ষা পরিদর্শক। অবরোধকারীদের তিনি আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেওয়া হয়।

Exit mobile version