E Purba Bardhaman

মুখ্যমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ

Lakhs of people will attend Chief Minister Mamata Banerjee's rally, Minister Swapan Debnath said after checking the last minute preparations.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার বর্ধমানের গোদা বালির মাঠে (স্বাস্থ্য উপনগরী) মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। এই সভা থেকে তিনি ৪৯১ টি প্রকল্পের উদ্বোধন করবেন যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি টাকা। এছাড়াও তিনি ৫৪৭ টি প্রকল্পের শিলান্যাসও করবেন। মুখ্যমন্ত্রী দুই বর্ধমানের ৫০ জন উপভোক্তাকে সরাসরি বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন। আর এই সভা যে কার্যত জন অরণ্যে পরিণত হতে চলেছে বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়কে নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ সভাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনের পর স্বপন দেবনাথ জানান, এটা প্রশাসনিক প্রোগ্রাম হলেও মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ তাই গ্রাম গ্রামান্তর থেকে প্রচুর মানুষ বিশেষ করে মহিলারা তাঁদের আবেগ অথ্যাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের টানে নিজেরাই আসবেন। এখনও পর্যন্ত যা খবর তাতে লক্ষাধিক মানুষের সমাগম হবে ধরে নিয়েই আমরাও প্রস্তুতি নিচ্ছি। যাতায়াতে যাতে তাঁদের কোনো অসুবিধা যাতে না হয় সেটি দেখার পাশাপাশি পর্যাপ্ত জল ও শৌচাগারের ব্যবস্থার দিকটি দেখা হচ্ছে। এছাড়া মেডিকেল টিম, ওষুধ ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে।

Exit mobile version