E Purba Bardhaman

ধুমধাম করে মহিলাদের উদ্যোগে লক্ষ্মীপুজো, সৌজন্যে লক্ষ্মীর ভাণ্ডার

Lakshmi Puja was organized on the initiative of women in grand ceremony, courtesy Lakshmir Bhandar Scheme

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- চলতি লোকসভা ভোটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের শাসক দলকে বাড়তি সুবিধা দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের মত। কার্যত গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াইয়ের আর পাঁচটা হাতিয়ারের মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর সেটাই বিরোধীদের কাছে সব থেকে বেশী দুশ্চিন্তারও। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছেন। এতদিন যাঁরা ৫০০ পেতেন, তাঁরা চলতি এপ্রিল মাস থেকে পেতে শুরু করেছেন ১০০০ টাকা। আর যাঁরা ১০০০ টাকা পেতেন তাঁরা পেতে শুরু করেছেন ১২০০ টাকা। স্বাভাবিকভাবেই এই লক্ষ্মীর ভাণ্ডার যে চলতি নির্বাচনী ময়দানে বিরাট জায়গা দখল করেছে তা টের পাওয়া গেল বৃহস্পতিবার পূর্বস্থলী ১ ব্লকে। বৃহস্পতিবারটি ‘লক্ষ্মীবার’ বলে গ্রামবাংলায় পরিচিত। বৃহস্পতিবার প্রায় প্রতি হিন্দু ঘরেই পুজো হয় এই লক্ষ্মীর। আর তার সঙ্গে জুড়লো এবার লক্ষ্মীর ভাণ্ডার। এদিন পূর্বস্থলী ১ ব্লকের ১১ টি গ্রামের ২৯ টি সংসদে বিশেষভাবে লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর অঞ্চলের প্রায় ১৭টি জায়গায় মহিলারা রীতিমত ধুমধাম করে লক্ষ্মীপুজো করলেন। এদিন সন্ধ্যেয় শ্রীরামপুর এলাকায় আয়োজিত লক্ষী পূজায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
আয়োজক মহিলারা জানিয়েছেন, লক্ষীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য বিশেষ করে টাকার পরিমান বাড়ার জন্যই আজ তাঁরা বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করেছেন। তাঁদের কামনা ধনধান্যে লক্ষ্মীর ভাণ্ডার যেন সারাবছরই ভর্তি থাকে। পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যে সার্থক হয়েছে মহিলাদের স্বতঃস্ফূর্তভাবে এই লক্ষ্মী পুজোই তার প্রমাণ।

Exit mobile version