E Purba Bardhaman

আগামী মে মাসে বর্ধমানের রমনাবাগানে আসছে চিতা বাঘ সহ অন্যান্য পশু

Ramnabagan Mini Zoo - Ramana Bagan Mini Zoo - Bardhaman Zoological Park - Ramnabagan Wildlife Sanctuary - Deer Park

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শেষমেষ অপেক্ষার অবসান হতে চলেছে বর্ধমানবাসীর। দীর্ঘ বেশ কয়েকবছর পর ভোটের পরই আগামী মে মাসের মধ্যেই বর্ধমান শহরের রমনা বাগান অভয়ারণ্যে আগমন ঘটতে চলেছে চিতা বাঘের। পশু ও প্রকৃতিপ্রেমী দর্শকরা এখন থেকে রমনা বাগান অভয়ারণ্যে প্রবেশ করতেই মুখোমুখি হবেন এই লেপার্ডদের। ইতিমধ্যেই লেপার্ডদের রাখার খাঁচার কাজ প্রায় শেষ। নিরাপত্তাজনিত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার কাজও প্রায় শেষের দিকে। জেলা বনাধিকারীক দেবাশীষ সামন্ত জানিয়েছেনপূর্ব ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই রমনা বাগানে আনা হচ্ছে দুটি লেপার্ডএকটি ভল্লুককয়েকটি বার্কিং ডিয়ার (হরিণ)। এছাড়াও ধাপে ধাপে আরও বেশ কিছু পশু পক্ষী যেমন ঘড়িয়ালখরগোশ প্রভৃতি নিয়ে আসা হবে এই অভয়ারণ্যে। এই মুহূর্তে দ্রুত গতিতে পশুদের রাখার জন্য এনক্লোজারের কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। কয়েকদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু বর্ধমানে ২৯ এপ্রিল ভোট। তাই ভোটের জন্য পশুদের আনার বিষয়টি একটু পিছিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেনভোট না থাকলে এপ্রিল মাসের মধ্যেই এই পশুরা রমনাবাগানে চলে আসত। এদিকেগত প্রায় দুদিন ধরেই রমনাবাগানের আবাসিক একটি বানরের বাচ্চার মৃত্যুর ঘটনায় রীতিমত নাজেহাল অবস্থা হয়েছে বনদপ্তরের কর্মীদের। মৃত শিশুকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে মা বানর। কিছুতেই তার কাছ থেকে বানরটিকে উদ্ধার করা যাচ্ছিল না। বুধবার দীর্ঘ চেষ্টার পর অবশেষে মৃত বানর শিশুকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এদিকেদর্শকদের বন্য গাছগাছালি এবং বিভিন্ন পশুপাখিদের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রমনাবাগান অভয়ারণ্যের এই পার্কে তৈরী হতে চলেছে একটি সেণ্টার। দেবাশীষবাবু জানিয়েছেনএই সেণ্টারে দর্শকরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন সেভাবেই তৈরী করা হচ্ছে কেন্দ্রটিকে।

Exit mobile version