E Purba Bardhaman

গুসকরায় কামদুঘা পত্রিকার সাহিত্য সভা ও আলোচনা চক্রে পদ্মশ্রী রতন কাহার

Literary meeting and discussion circle of Kamdugha magazine was organized in Guskara

গুসকরা (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার গুসকরায় আয়োজিত হলো কামদুঘা পত্রিকার সাহিত্যসভা ও আলোচনা চক্র। রটন্তী কালীতলায় গুসকরা উৎসব মঞ্চে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপক রতন কাহার। তিনি তাঁর বিখ্যাত ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’-সহ কয়েকটি লোকগান পরিবেশন করেন। কামদুঘা পত্রিকার পক্ষ থেকে তাঁকে সাধক কবি কমলা কান্ত সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ খ্যাত গীতিকার কবি অরুণ কুমার চক্রবর্তী। তাঁকে সাধক কবি জ্ঞানদাস সম্মান দেওয়া হয়। গবেষক সর্বজিত যশ, রমজান আলি, কৃষ্ণেন্দু দে, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, শিবশঙ্কর বক্সী-সহ ২৪ জন কবি-সাহিত্যিক-সাংবাদিক-সমাজসেবীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ ঠাণ্ডার, গুসকরা পৌরসভার পৌরপতি কুশল মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কামদুঘা পত্রিকার ৩৮ তম বাৎসরিক সংখ্যা ও ভালোবাসা বারান্দায় উপন্যাস প্রকাশিত হয়। সঙ্গীত পরেবেশন করেন তৃপ্তি চট্টোপাধ্যায়, নারায়ণ কর্মকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত শ্যাম, সেখ সানোয়ার হোসেন ও সেখ জাহাঙ্গির। কামদুঘা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৮৭ জন কবি-সাহিত্যিক-সাংবাদিক-সমাজসেবী এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যেককে স্মারক মানপত্র, ফুল ও ফলের বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়েছে।

Exit mobile version