E Purba Bardhaman

কেতুগ্রাম বিধানসভা এলাকায় প্রথমবার বইমেলা পেয়ে খুশি স্থানীয় সাহিত্যপ্রেমীরা

Local literature lovers are happy to have book fair for the first time in Ketugram assembly area
রতন চক্রবর্তী, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- সাহিত্য প্রেমীদের দীর্ঘদিনের দাবি মেনে কেতুগ্রামে শুরু হল বইমেলা। কেতুগ্রাম হাইস্কুল ময়দানে ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। সোমবার কেতুগ্রাম বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক সুকুমার রুজ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ, কেতুগ্রাম পঞ্চায়েতের প্রধান শিলা বেগম, সমাজসেবী অমর চাঁদ কুন্ডু-সহ এলাকার সাহিত্যপ্রেমীরা। এদিন উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অরচিসস্মান গুপ্ত। কেতুগ্রাম বইমেলা পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলার চন্ডীদাস মঞ্চ থেকে এদিন শিক্ষা ক্ষেত্রে বিশেষ সামাজিক অবদানের জন্য কয়েকজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেতুগ্রাম বইমেলা পরিচালন কমিটির সম্পাদক সৈয়দ হেদায়েত তুল্লা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কেতুগ্রাম বিধানসভা এলাকায় একটি বইমেলা আয়োজন করার জন্য সাহিত্যপ্রেমীদের আবেদন ছিল। সেই আবেদন মেনেই এই মেলা করতে পেরে আমরা আনন্দিত। বইমেলা পেয়ে খুশী কেতুগ্রামের বাসিন্দারাও। সৈয়দ হেদায়েত তুল্লা জানিয়েছেন, বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই মোবাইল মুখর হয়ে পড়েছেন, তাই শিশু থেকে কিশোরদের কাছে বইয়ের গুরুত্ব বা বই পড়ার আনন্দ যদি আমরা পৌঁছাতে পারি তাহলে মানুষ আবার বই মুখর হয়ে উঠবেন। এই উদ্দেশ্যেই আমাদের এই বইমেলা করা। তিনি জানিয়েছেন, বইমেলায় বই বিকিকিনির পাশাপাশি সাতদিন ধরেই চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সাহিত্যবিষয়ক আলোচনাসভা, নাটক, বাউল গানের আসর। ২৭ শে ডিসেম্বর কেতুগ্ৰাম বই মেলায় চন্ডীদাস মঞ্চ থেকে প্রকাশিত হবে সুদীপ ঘোষালের লেখা বই ‘মনোরম কেতুগ্ৰাম’। Local literature lovers are happy to have book fair for the first time in Ketugram assembly area

Exit mobile version