E Purba Bardhaman

মীরছোবা এলাকায় আন্ডারপাসের দাবিতে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ

Local residents blocked National Highway 19 demanding an underpass.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুরে ফের ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানের মীরছোবা এলাকায় আন্ডারপাসের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সানি আলম খান জানিয়েছেন, এখানে আন্ডারপাস করে দিতে হবে। এটা এলাকাবাসীদের দীর্ঘদিনের আন্দোলন। আগে বেশ কয়েকবার প্রতিশ্রুতি পেলেও সেই অনুযায়ী কাজ হচ্ছে না। এদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষের দিকে। এরপর আর হবে না। সানি আলম খান জানিয়েছেন, এই বিষয়ে তাঁদের লিখিত দিতে হবে। দরকার হলে আগামীকালও অবরোধ করা হবে। অন্তত একটা ইকো-রিক্সা যাওয়ার মাপের হলেও আন্ডারপাস করে দিতে হবে। একই কথা বলছেন এলাকার বাসিন্দা মধুমিতা দে। তিনি জানিয়েছেন, স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারছি না। এখানে এত চওড়া রাস্তা, প্রচুর গাড়ি যাতায়াত করে। দু’দিকে জনবসতি অনেক বেশি। প্রায় দুর্ঘটনা ঘটছে। আন্ডারপাস অবশ্যই দরকার। আগে অনেক আন্দোলন হয়েছে। কিন্তু কোনও ফল পাওয়া যায়নি। প্রশাসনকে অনেক বার জানানো হয়েছে। আন্ডারপাস না থাকলে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে প্রতিমূহূর্তে। উল্লেখ্য, গত বছর ১৭ ফেব্রুয়ারি এই দাবিতেই দীর্ঘক্ষণ রাস্তা অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। এই এলাকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রাসবিহারী হালদার জানিয়েছেন, “আন্ডারপাসের দাবিটা নতুন নয়। আন্ডারপাস না থাকার ফলে পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের প্রাণও গেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেও একাধিকবার দাবি জানানো হয়েছে। ২০১৫ সালেও সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা ন্যাশনাল হাইওয়ের প্রজেক্ট ডাইরেক্টরের কাছে আন্ডারপাসের দাবিতে আবেদন জানিয়েছিলেন। তারপর আমরাও ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে বিগত প্রায় ৮ বছর ধরে লাগাতার গিয়েছি। কিন্তু, ওদের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কাজের কাজও কিছু হয়নি। প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিকে, এদিন এই রাস্তা অবরোধের জেরে বহু গাড়ি আটকে পড়ে। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।

Exit mobile version