E Purba Bardhaman

লোকসভা নির্বাচন ২০২৪ ~ বর্ধমানে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

Lok Sabha Elections 2024 ~ Route March of Central Forces started in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবারই রাতে পূর্ব বর্ধমান জেলায় চলে এসেছিল দুই কোম্পানি আধা সামরিক বাহিনী। এর মধ্যে এক কোম্পানি কাটোয়া মহকুমায় এবং অন্য আর এক কোম্পানি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড়ে আন্তর্জাতিক ছাত্রাবাসে এসে ওঠে। আর শনিবার সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন এলাকা যেখানে বিগত দিনে রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে সেই এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন সকালে এরিয়া ডোমিনেশনে গিয়ে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে শান্তি বজায় রাখার আবেদন করলেন কেন্দ্রীয় জওয়ানরা। সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করলেন শান্তি বজায় রাখুন, কোনো রকমের সমস্যা হলে আমাদেরকে বলুন। বর্ধমান শহরের পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনী বর্ধমান ২ ব্লকের শক্তিগড় ও বড়শুল এলাকায় রুটমার্চ করে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকেই তারা বর্ধমান থানা, দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার বিভিন্ন জায়গায় রুটমার্চ করে। পাশাপাশি এলাকা ও বাড়ি ধরে ধরে গত বিধানসভা ভোটে অভিযোগকারী ও অভিযুক্ত সকলের কাছে গিয়ে এলাকার শান্তি বজায় রাখার ও যেকোনো রকমের নিরাপত্তাজনিত সমস্যার কথা তাঁদের বলার জন্য আবেদন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভয়, ভীতি অতিক্রম করে ভোটাররা যাতে নিজেদের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে দিতে পারেন তা সুনিশ্চিত করতেই তার জন্যই তাঁরা এসেছেন বলে জওয়ানরা জানিয়েছেন। এদিন ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে তাঁরা ছবিও তোলেন।

Exit mobile version