Site icon E Purba Bardhaman

মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা ২০১৮। সোমবার বর্ধমানের সাংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ১৬টি ইভেণ্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিরেক্টর আবিদ হোসেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক সামস তবরেজ আনসারি প্রমুখরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে আবিদ হোসেন জানিয়েছেন, এই ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা যাতে অন্য জেলাতেও অনুষ্ঠিত করা যায় এবং তারপরেই রাজ্যস্তরের প্রতিযোগিতাও করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেবেন। উল্লেখ্য, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে গত ৪ আগষ্ট আবৃত্তি, তাত্ক্ষণিক বক্তৃতা, অঙ্কন প্রভৃতি বিভিন্ন ১৬টি বিষয়ের ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, বিষয়ভিত্তিক পড়াশোনায় জোড় দিতে হবে। জীবনে ছাত্রছাত্রীরা কি হতে চায় তা তাদেরই ঠিক করে নিয়ে এগোতে হবে। জীবনে সাফল্য পেতে হলে এই বিচার জরুরী।

Exit mobile version