বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থেকে আলু ও বাসমতী চাল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের পুনের ওয়াকাড থানার পুলিস। ধৃতদের নাম আহমেদ সাবির আলি শেখ ও সরফারাজ সারাফত শেখ। রায়না থানার জোতসাদি গ্রামে সাবিরের বাড়ি। অপরজনের বাড়ি রায়না থানারই বেলসর গ্রামে। শুক্রবার সকালে রায়না থানার পুলিসের সাহায্যে বাড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের পুনে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তদন্তকারী অফিসার। সেজন্য ধৃতদের ৩ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম চন্দা হাসমত। ধৃতদের পুনের প্রথম বিভাগীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্ধারিত সময়ের মধ্যে পেশ করে এ ব্যাপারে রিপোর্ট পাঠানোর জন্য নিের্দশ দিয়েছেন সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাবিরের পুনেতে মুরগির ব্যবসা ছিল। ব্যবসায়িক সূত্রে তার সঙ্গে ওয়াকাড থানার আজাদ কলোনির বাসিন্দা সুমিত বিশ্বাসের পরিচয় হয়। সুমিতকে রায়না থেকে বাসমতী চাল ও আলু সরবরাহের আশ্বাস দেয় সাবির। তার কথায় বিশ্বাস করে আলু ও বাসমতী চালের জন্য কয়েক দফায় ২৪ লক্ষ ৮০ হাজার টাকা দেন সুমিত। সেই টাকা সরফরাজের অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু, সুমিতকে আলু ও বাসমতী চাল পাঠায় নি সাবির। বেশ কয়েকবার তাগাদার পরও টাকা ফেরত না দেওয়ায় ওয়াকাড থানায় অভিযোগ দায়ের করেন সুমিত। অভিযোগ পেয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে ওয়াকাড থানা। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠান তদন্তকারী অফিসার। গ্রেপ্তার এড়াতে পুনে থেকে পালিয়ে আসে সাবির।