পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- সিএএ-র বিষয়ে জেনে বুঝে ভোট ব্যাংকের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষকে উত্তেজিত করবেন। কিন্তু অধিকাংশ মানুষই জানের নরেন্দ্র মোদীর এটা সঠিক সিদ্ধান্ত। পূর্বস্থলীর সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা আমেথি কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। মঙ্গলবার পূর্বস্থলী রেলওয়ে ময়দানে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হয় বুথ সভাপতি সম্মেলন। এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে দেখছি দিদির পক্ষে কে? ভাইপোর পক্ষে কে? -এই নিয়ে তৃণমূল কংগ্রেসে দ্বন্দ্ব চলছে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি মত একের পর এক কাজ করে চলেছেন। নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী কৃষকরা টাকা পাচ্ছেন। নরেন্দ্র মোদী বলে ছিলেন সিএএ হবে, হয়েছে। ৮০ কোটি মানুষ চাল পাবেন, পেয়েছেন। রাম মন্দির হবে, হয়েছে। আর্টিকেল ৩৭০ হটাবেন, হটিয়েছেন। সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করবেন বলেছিলেন, করেছেন। নরেন্দ্র মোদী বলে ছিলেন আয়ুষ্মান ভারত হবে, গোটা ভারতে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে করতে দেওয়া হয়নি। স্মৃতি ইরানি বলেন, এবার নরেন্দ্র মোদীর গ্যারান্টি ‘অবকি বার, ৪০০ পার’। তিনি বলেন, এই রাজ্যে গরিবরা বাড়ি পাচ্ছেন না, নেতাদের বড় বড় বাড়ি হচ্ছে। সন্দেশখালির মানুষেরা জেগেছেন, এরপর গোটা রাজ্যের মহিলারা আওয়াজ তুলবেন। কাটমানি দিয়ে ভাইপোকে নেতা করতে পারবেন না। সিএএ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানি বলেন, জেনে বুঝে ভোট ব্যাংকের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষকে উত্তেজিত করবেন। কিন্তু অধিকাংশ মানুষই জানের নরেন্দ্র মোদীর এটা সঠিক সিদ্ধান্ত। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টান ধর্মের মানুষজন ধর্মের কারণে ভারতে এসে থাকলে তাঁদের সম্মানজনক ভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন।